কুয়েটে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল

474

খুলনা, ২৬ অক্টোবর, ২০১৮ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২ পর্যন্ত কুয়েটসহ পাঁচটি প্রতিষ্ঠানে একসঙ্গে অনুষ্ঠিত হবে।
চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১৬টি বিভাগে মোট ১০৬৫ টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১০হাজার ৭শ’৩০ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা দশ জন।
ভর্তি পরীক্ষা কুয়েট ক্যাম্পাস (১০০০১-১৮৪৮০), টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ (১৮৪৮১-১৯২৩০), এইচএসটিটিআই (১৯২৩১-১৯৫৩০), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বয়েজ (১৯৫৩১-২০১৫) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মহিলা (২০১৫১-২০৭৩০) এ অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে ভর্তি পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন জানান, ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত থাকবে বলে তিঁনি আশাবাদ ব্যক্ত করেন।