জয়পুরহাটে বীজ সংরক্ষণে মাঠ দিবস অনুষ্ঠিত

275

জয়পুরহাট, ১০ মে, ২০১৮ (বাসস) : ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আজ বৃহষ্পতিবার বোরো ধান-৫৮ প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করে স্থানীয় কৃষি বিভাগ।
সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামে বোরো ধান-৫৮ মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো: আনোয়ার হোসেন। মোহাম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: আতাউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বীজ সংরক্ষণে চাষিদের করনীয় বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সেরাজুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফাহমিদা নাহার, উপ সহকারি কৃষি কর্মকর্তা অমল চন্দ্র মন্ডল, হোসাইন দেওয়ান প্রমূখ। জয়পুরহাট সদর উপজেলায় ৩ শ ২০ টি ধান, গম ও পাট বীজ উৎপাদনের জন্য প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।