বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১আসনের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবে

462

গোপালগঞ্জ, ২৬ অক্টোবর, ২০১৮(বাসস) : গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য একটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজ এ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ১ লাখ ৩ হাজার ৯ শ’ ৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। অপরদিকে ৯ টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩ হাজার ২ শ’ ৪৫ জন (বিদেশি শিক্ষার্থীসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।
উল্লেখ্য,‘এ’ ইউনিটে ১৯ হাজার ৫৫৮ জন, ‘বি’ ইউনিটে ১১ হাজার ৩৩১ জন, ‘সি’ ইউনিটে ১৫ হাজার ৪৫২ জন, ‘ডি’ ৯ ইউনিটে ৯ হাজার ৯৪৫ জন,‘ই’ ইউনিটে ২১ হাজার ১১৭ জন, ‘এফ’ ইউনিটে ৮হাজার ৪৫৩ জন, ‘জি’ ইউনিটে ৮ হাজার ৫১৩ জন, ‘এইচ’ ইউনিটে ৮ হাজার ৮২৬ জন এবং ‘আই’ ইউনিটে ৯৯৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।
‘এ’ এবং ‘আই’ ইউনিটের পরীক্ষার সময়সূচির রদবদল করা হয়েছে।
১০ নভেম্বর সকাল ১০টায় এ ইউনিটের পরিবর্তে আই ইউনিট এবং বিকাল সাড়ে ৩টা থেকে আই ইউনিটের পরিবর্তে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া অন্যান্য ইউনিট গুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd থেকে জানা যাবে।