বাসস সংসদ-৯ : সংসদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৮ এর রিপোর্ট উপস্থাপন

647

বাসস সংসদ-৯
বিল-রিপোর্ট
সংসদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৮ এর রিপোর্ট উপস্থাপন
সংসদ ভবন, ২৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৮ এর ওপর মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদে উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
বিদ্যমান আইনের সংশোধন ও পরিমার্জন করে নতুন আইন প্রণয়নে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে গত ২১ অক্টোবর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বিলটি উত্থাপন করেন।
বিলে মৎস্য গবেষণা ইনস্টিটিউট অধ্যাদেশ, ১৯৮৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এর প্রধান কার্যালয় ময়মনসিংহ জেলা সদরে রাখা এবং প্রয়োজনীয় দেশের যে কোন স্থানে এর আঞ্চলিক কেন্দ্র বা উপকেন্দ্র স্থাপনের বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের পরিচালনা বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে।
বিলে বোর্ডের কার্যাবলী, বোর্ডের সভা, মহাপরিচালক নিয়োগ, কর্মচারী নিয়োগ, ইনস্টিটিউটের তহবিল, বাজেট, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন, কমিটি গঠন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে বিদ্যমান মৎস্য গবেষণা ইনস্টিটিউট অধ্যাদেশ, ১৯৮৪ রহিত করার প্রস্তাব করা হয়েছে।
বাসস/এমআর/২২১০/বেউ/-আসচৌ