রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী প্রদানের পাশাপাশি তাদের ফিরিয়ে নিতে বিশ্ববাসীর প্রতি চাপ প্রয়োগের আহবান ত্রাণ মন্ত্রীর

694

চট্টগ্রাম, ৯ মে, ২০১৮ (বাসস) : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী প্রদানের পাশাপাশি তাদের ফিরিয়ে নিতে মায়ানমারকে চাপ দেয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
তিনি আজ চট্টগ্রাম বন্দরে ভারত সরকারের পাঠানো ত্রাণ সামগ্রী গ্রহণকালে এ কথা বলেন। বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, কক্সবাজার রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, চট্রগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের জাহাজ ঐরাবত-এ করে আজ রোহিঙ্গাদের জন্য ভারত সরকারের পাঠানো বিভিন্ন মালামাল চট্টগ্রাম বন্দর থেকে গ্রহণ করা হয়।
এর মধ্যে রয়েছে-১০৪ মেট্রিক টন গুড়োদুধ, ১০০ মেট্রিক টন শুটকি, ৪৫ মেট্রিক টন শিশুখাদ্য, ৫০ হাজার পিস রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট।
এসব ত্রাণ সামগ্রী প্রদান করায় মন্ত্রী ভারত সরকারকে ধন্যবাদ জানান করেন।
১৯৭১ সালে বাংলাদেশকে ভারতের অকৃত্রিম সহযোগিতার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও ভারত একইভাবে সহযোগিতা করবে।