বাসস দেশ-২৭ : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীগণের বেতন-ভাতাদি’র সরকারি অংশ সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে উত্তোলন করতে পারবেন

178

বাসস দেশ-২৭
এমপিও-চেক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীগণের বেতন-ভাতাদি’র সরকারি অংশ সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে উত্তোলন করতে পারবেন
ঢাকা, ২৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীগণের অক্টোবর, ২০১৮ সালের বেতন-ভাতাদি’র সরকারি অংশ আগামী ৭ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে উত্তোলন করতে পারবেন।
আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অধিদপ্তরের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীগণের অক্টোবর, ২০১৮ সালের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বাসস/সবি/এমএন/১৯১৭/-জেজেড