জয়পুরহাটে পারিবারিক হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ

387

জয়পুরহাট, ২৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : নারীদের কর্মমূখী শিক্ষা গ্রহণের মাধ্যমে আয় বর্ধনমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে ৭ দিনব্যাপী ‘পারিবারিক হাঁস-মুরগী’ পালন বিষয়ক প্রশিক্ষণ আজ বৃহষ্পতিবার সদর উপজেলার আমদই ইউনিয়নের কাদোয়া গ্রামে শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কাদোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সূধি সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক তোছাদ্দেক হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরে আরো বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মকসুদল কবীর, আমদই ইউনিয়নের চেয়ারম্যান শাহনুর আলম সাবু , এ্যাড: আরাফাত হোসন মুন প্রমূখ। সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় আমদই অগ্রযাত্রা মানবাধিকার ও আইন সহায়তা সংস্থা ওই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে। এ প্রশিক্ষণ গ্রহণের ফলে ওই এলাকার নারীরা পারিবারিক ভাবে হাঁস-মুরগী পালন করতে সক্ষম হবেন এবং নিজেকে আয় বর্ধন মূলক কাজের সঙ্গে সম্পৃক্ত রেখে সংসারের অভাবকে দূর করে শান্তিতে বসবাস করতে পারবেন। কাদোয়া গ্রাম এলাকার ৫০ জন নারী ৭ দিনব্যপী আয়োজিত পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।