বাসস সংসদ-১২ : সংসদে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড বিল, ২০১৮ উত্থাপন

336

বাসস সংসদ-১২
বিল-উত্থাপন
সংসদে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড বিল, ২০১৮ উত্থাপন
সংসদ ভবন, ২৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : কারিগরী শিক্ষা আইন ১৯৬৭ রহিত করে যুগোপযোগী করে নতুনভাবে আইন প্রণয়নের বিধানের প্রস্তাব করে আজ সংসদে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন।
বিলে বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড নামে একটি বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। বোর্ডের কার্যালয় ঢাকায় রেখে প্রয়োজনে দেশের যে কোন স্থানে এর আঞ্চলিক ও শাখা কার্যালয় স্থাপনের বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে বোর্ডের পরিচালনা ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা পর্ষদের ওপর ন্যাস্ত রাখার প্রস্তাব করা হয়েছে।
বিলে ১জনকে চেয়ারম্যান করে ২১ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের প্রস্তাব করা হয়েছে।
বিলে পর্ষদের সভা, বোর্ডের দায়িত্ব ও কার্যাবলী, কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ স্বীকৃতি প্রদান, পরিদর্শন, জবাবদিহিতা, চেয়ারম্যান নিয়োগ, তার ক্ষমতা ও দায়িত্ব, সচিব নিয়োগ, কর্মচারী নিয়োগ, কমিটি গঠন, তহবিল, বাজেট, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন, জনসেবক নিয়োগ, তফসিল সংশোধনের ক্ষমতা, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ৪ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বাসস/এমআর/২০৪০/বেউ/-আসচৌ