জাজিরায় ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে বীজবপন যন্ত্র বিতরণ

667

শরীয়তপুর, ২৪ অক্টোবর, ২০১৮ (বাসস) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শরীয়তপুরের জাজিরায় ৫টি কৃষক দলের মধ্যে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার অপারেটেড সিডার বিতরণ করা হয়েছে।
বুধবার ১২টায় জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিফাতুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত বৈদ্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জাজিরা সূত্রে জানা গেছে, উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি কৃষক দলের মধ্যে নির্ধারিত ৫ জনকে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ৫টি পাওয়ার টিলার অপারেটেড সিডার দেয়া হয়। প্রতিটি যন্ত্রের মূল্য ১ লাখ ৩৭ হাজার ৪শ’ টাকা হলেও কৃষক অর্ধেক মূল্য পরিশোধ সাপেক্ষে যন্ত্রটি পাচ্ছেন। বাকি অর্ধেক মূল্য অর্থাৎ ৬৮ হাজার ৭শ’ টাকা ভর্তুকি দিচ্ছে বর্তমান কৃষকবান্ধব সরকার।
এ যন্ত্রের মাধ্যমে প্রতি ঘন্টায় ১.৫ লিটার ডিজেলের মাধ্যমে ১ একর জমি কর্ষণ ও বীজ বপন করা যায়। এতে কৃষকদের গড়ে ১০-১৫ হাজার টাকা সাশ্রয় হয় বলেও কৃষি বিভাগ জানিয়েছে।