বাসস সংসদ-৭ : সংসদে বাংলাদেশ শিশু একাডেমি বিল, ২০১৮ এর রিপোর্ট উপস্থাপন

600

বাসস সংসদ-৭
বিল-রিপোর্ট
সংসদে বাংলাদেশ শিশু একাডেমি বিল, ২০১৮ এর রিপোর্ট উপস্থাপন
সংসদ ভবন, ২৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ শিশু একাডেমি বিল, ২০১৮ এর ওপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে
কমিটির সভাপতি বেগম রেবেকা মোমিন রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
শিশুদের সাংস্কৃতিক বৈজ্ঞানিক বিনোদনমূলক ও শিক্ষামূলক কার্যাবলীসহ এ সম্পর্কিত বিষয়াদির উন্নতি বিধানের প্রস্তাব করে গত ২১ অক্টোবর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান বাংলাদেশ শিশু একাডেমি অধ্যাদেশ, ১৯৭৬ এর অধীন বাংলাদেশ শিশু একাডেমিকে বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। একাডেমির প্রধান কার্যালয় ঢাকায় স্থাপন এবং প্রয়োজনে দেশের যে কোনো স্থানে শাখা স্থাপন ও বিলুপ্ত করার বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে একাডেমি পরিচালনার জন্য একজন চেয়ারম্যানকে ১৮ সদস্যের ব্যবস্থাপনা বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে।
বিলে বোর্ডের সভা, একাডেমি কার্যাবলী, সান্মানিক ফেলো, চেয়ারম্যান নিয়োগ, মেয়াদ, পদত্যাগ, অপসারণ, মহাপরিচালক নিয়োগ, একাডেমির কর্মচারী নিয়োগ, তহবিল, বাজেট, হিসাবরক্ষণ-নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে শিশু একাডেমি অধ্যাদেশ, ১৯৭৬ রহিত করার প্রস্তাব করা হয়।
বাসস/এমআর/২৩২৫/বেউ/-আসচৌ