বাসস দেশ-৮ : কক্সবাজারে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

160

বাসস দেশ-৮
মইনুল-গ্রেপ্তারি-পরোয়ানা
কক্সবাজারে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কক্সবাজার, ২৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ্ এর আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের দায়ের করা একটি মামলায় আদালত এই গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
মামলার আবেদনে বলা হয়েছে, ‘ব্যারিস্টার মইনুল হোসেন নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে লাঞ্ছিত করেছেন। একটি বেসরকারি টেলিভিশনে টকশো চলাকালীন মাসুদা ভাট্টি ব্যারিস্টার মঈনুল হোসনকে জামাতের অঙ্গ সংগঠন শিবিরের সাথে সম্পর্ক থাকার বিষয়টি তুলে আনলে ক্ষিপ্ত হয়ে ব্যারিস্টার মঈনুল মাসুদা ভাট্টিকে বলেন, ‘আমি আপনাকে একজন চরিত্রহীন বলে মনে করতে চাই।’ এতে এদেশের নারী সমাজকে অপমান করা হয়েছে।
বিষয়টি আদালতের গোচরে এনে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে বাংলাদেশের দ-বিধির ৫০১ ধারায় মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম। আদালত মামলাটি আমলে এনে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বাদির পক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন সোহেল সহ অর্ধশত আইনজীবী।
সোমবার রাতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাড়ি থেকে গ্রেফতার করা হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে।
বাসস/সংবাদদাতা/এমএন/১৬৫০/-শহক