নড়াইলে দু’দিনব্যাপীর মোসলেম মেলার উদ্বোধন

421

নড়াইল, ২৩ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলায় চারণ কবি মোসলেম উদ্দীনের ১১৫তম জন্মজয়ন্তী ও দু’দিনব্যাপী মোসলেম মেলার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার রাতে চারণ কবি মোসলেম উদ্দীনের জন্মস্থান সদর উপজেলার তারাপুর গ্রামে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মোসলেম স্মৃতি পরিষদের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, ঢাকাস্থ নড়াইল সমিতির সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা (অব.), জারিসম্রাট মোসলেম স্মৃতি পরিষদের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু, সদস্য সচিব মলয় কুমার কুন্ডু, চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আকরাম শাহীদ চুন্নু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের, সাংস্কৃতিক কর্মী চৈতী রানী বিশ্বাস, জারিসম্রাট মোসলেম উদ্দীনের ছেলে জারিগানের শিল্পী অধ্যক্ষ রওশন আলী, লাহুয়ার রহমান প্রমুখ।
দ’ুদিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মোসলেম সঙ্গীত, মোসলেম জীবনীভিত্তিক নাটক, জারিগান, সামা মাহফিল, দোয়া অনুষ্ঠান ও সিরনি বিতরণ।
প্রসঙ্গত, মোসলেম উদ্দিন ১৯০৩ সালের ২৪ এপ্রিল নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের ১৯ আগস্ট মৃত্যু বরন করেন তিনি।