নওগাঁর পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

359

ঢাকা, ৮ মে, ২০১৮ (বাসস) : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁ জেলার আত্রাই উপজেলার রবীন্দ্র কাচারী বাড়িতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে নওগাঁ জেলাপ্রশাসন।
আজ দুপুরে ‘রবীন্দ্র জন্মোৎসব’ শীর্ষক দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া। সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার, স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম, মহাদেবপুর বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রবীন্দ্র গবেষক আহমেদ রফিক ও নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ (অব.) মোঃ শরিফুল আসলাম খান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা নির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সেই একই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বর্তমানে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবে রুপদান করছেন।
উল্লেখ্য, নওগাঁ জেলার আত্রাই উপজেলার মুনিয়ারি ইউনিয়নের কালিগ্রাম পরগনার পতিসর গ্রামে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারিবাড়ির অবস্থান। জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রবিঠাকুরের স্মৃতিবিজড়িত এ কুঠিবাড়িতে কবিগুরুর জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী পালিত হয়।