বাসস সংসদ-১১ : সংসদে মৎস্য সঙ্গনিরোধ বিল, ২০১৮ উত্থাপন

310

বাসস সংসদ-১১
বিল-উত্থাপন
সংসদে মৎস্য সঙ্গনিরোধ বিল, ২০১৮ উত্থাপন
সংসদ ভবন, ২১ অক্টোবর, ২০১৮ (বাসস) : মৎস্য, মৎস্য পণ্য ও উপকারীর জীবাণুর পরিবহনে রোগ-জীবাণুর অনুপ্রবেশ ও বিস্তার রোধ এবং মৎস্য, স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে আজ সংসদে মৎস্য সঙ্গনিরোধ বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বিলটি উত্থাপন করেন।
বিলে মৎস্য অধিদপ্তরকে মৎস্য সঙ্গনিরোধ কর্তৃপক্ষ হিসেবে গণ্য করার প্রস্তাব করা হয়েছে।
বিলে এ কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী, ক্ষমতা অর্পণ, মৎস্য সঙ্গনিরোধ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, মৎস্য, মৎস্য পণ্য বা উপকারী জীবাণুর আমদানি নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ, আমদানি নিষেধাজ্ঞা, পরিদর্শন, পরীক্ষা ও নমুনা সংগ্রহ, মৎস্য জীবাণু, সীমাবদ্ধকরণ বা নির্মূল করা, সংক্রামক রোগ জীবাণু হিসেবে ঘোষণাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলের বিধান লংঘন জনিত অপরাধের জন্য সুনির্দিষ্ট দন্ডের বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ৩ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বাসস/এমআর/২০২০/বেউ/-আসচৌ