বাসস সংসদ-১০ : সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০১৮ উত্থাপন

370

বাসস সংসদ-১০
বিল-উত্থাপন
সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০১৮ উত্থাপন
সংসদ ভবন, ২১ অক্টোবর, ২০১৮ (বাসস) : বিদ্যমান আইনের হাল নাগাদ ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে আজ সংসদে বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০১৮ উত্থাপন করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এ সুষ্ঠু শিল্প সম্পর্ক বজায় রাখতে কর্মস্থলে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত, নিরাপত্তার পরিবেশ সৃষ্টি, ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া সহজ করা, শ্রমিকের অধিকার সুরক্ষা এবং জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি করতে কতিপয় সংশোধনীর প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে ১ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বাসস/এমআর/২০১৫/বেউ/-আসচৌ