বাজিস-৫ : গোপালগঞ্জে নারী কৃষাণীদের ৫ দিনের কৃষি প্রশিক্ষণ শুরু

145

বাজিস-৫
গোপালগঞ্জ-প্রশিক্ষণ
গোপালগঞ্জে নারী কৃষাণীদের ৫ দিনের কৃষি প্রশিক্ষণ শুরু
গোপালগঞ্জ, ২১ অক্টোবর ২০১৮ (বাসস) : গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ রোববার থেকে ৫ দিন ব্যাপী নারীদের মধ্যে বীজ উৎপাদন, সংরক্ষণ এবং পতিত জায়গায় নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেরা চেয়ারম্যান লুৎফার রহমান বাচ্চু। অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার, উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান বক্তব্য রাখেন।
কর্মশালায় ৫০ জন নারী কৃষানী অংশ নিচ্ছেন।
বাসস/সংবাদদাতা/১৭০৩/মরপা