বাসস দেশ-২৯ : রক স্টার আইয়ুব বাচ্চুর দাফন সম্পন্ন

617

বাসস দেশ-২৯
দাফন-বাচ্চু
রক স্টার আইয়ুব বাচ্চুর দাফন সম্পন্ন
চট্টগ্রাম, ২০ অক্টোবর, ২০১৮ (বাসস) : বিশিষ্ট রক তারকা আইয়ুব বাচ্চুকে আজ সন্ধ্যায় এখানে তার পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।
রূপালী গিটারের গায়ক, গীতিকার ও সুরকার আইয়ুব বাচ্চু ওরফে রবিনকে তার শেষ ইচ্ছা অনুযায়ী আজ বাদ আছর নগরীর জমিয়াতুল ফালাহ কমপ্লেক্স প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়।
বর্ণ, গোত্র ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সঙ্গীত, সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের লোক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ জানাজায় শরীক হন।
এর আগে আজ সকাল ১০টা ৫৫ মিনিটে আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে আনা হয় এবং মাদারবাড়ীস্থ তার নানার বাড়ীতে নেয়া হয়।
সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিশিষ্ট সঙ্গীত শিল্পীর লাশ গ্রহণ করেন।
রক তারকা আইয়ুব বাচ্চু ৫৬ বছর বয়সে বৃহস্পতিবার ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বাসস/এমএএম/জেহক/২১৪০/মমআ/-আরজি