লিবিয়ার দক্ষিণাঞ্চলে গোষ্ঠীগত সংঘর্ষে ৩ শিশু নিহত, আহত ৫

305

ত্রিপোলি, ৭ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী সাবহায় রোববার রাতে নতুন করে সংঘর্ষে তিন শিশু নিহত ও পাঁচ ব্যক্তি আহত হয়েছে।
সাবহা মেডিকেল সেন্টার এক বিবৃতিতে জানায়, ‘জরুরি বিভাগ স্থানীয় সময় রাত ১০টায় একই পরিবারের তিন শিশুর লাশ গ্রহণ করে। এছাড়া আহত অবস্থায় পাঁচ জনকে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে ওই শিশুদের বাবা-মাও রয়েছে। তাদের অবস্থা গুরুতর।’
বিবৃতিতে বলা হয়, ‘নগরীতে নতুন করে সংঘর্ষ শুরুর পর একটি কামানের গোলা লক্ষ্যচ্যুত হয়ে হতাহতদের বাড়িতে পড়ে।’
চিকিৎসা কেন্দ্রটি জানায়, গত তিন মাস ধরে চলা এই গোষ্ঠীগত সংঘাতে ২৩ জন নিহত ও ৯১ জন আহত হয়েছে।
রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৮শ’ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সাবহায় ফেব্রুয়ারি মাস থেকে সহিংস সংঘর্ষ চলছে। সংঘর্ষের কারণে দুই শতাধিক লোক বাস্তুচ্যুত হয়েছে। খবর সিনহুয়া’র।
নগরীর একটি নিরাপত্তা সূত্র জানায়, ‘সংঘর্ষের সময় নির্বিচারে গোলা বর্ষণের কারণে বেশ কিছু গোলা লক্ষ্যচ্যুত হয়ে ঘন জনবসতিপূর্ণ এলাকার বাসভবন ও সরকারি ভবনগুলোতে আঘাত হানে।’
নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ওই সূত্র আরো জানায়, ‘আল-গা’লা, হাজারা, বিমানবন্দর, সাবহা মেডিকেল সেন্টার, তাইউরি জেলায় এখন প্রায় প্রতিদিনই সংঘর্ষ চলছে।’
লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন সাবহায় সামরিক তৎপরতার ব্যাপারে কয়েকবার আশঙ্কা প্রকাশ করেছে।
ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলোতে নির্বিচারে অস্ত্র ব্যবহার বন্ধের দাবি জানিয়েছে এই বহুজাতিক সংস্থা।