বাজিস-১২ : কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে ফুলচাষের উদ্বোধন

129

বাজিস-১২
কুড়িগ্রাম- ফুলচাষ
কুড়িগ্রামে বাণিজ্যিকভাবে ফুলচাষের উদ্বোধন
কুড়িগ্রাম, ১৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বাণিজ্যিকভাবে ফুলচাষের উদ্যোগ গ্রহণ করা হয়ছে। বৃহস্পতিবার সকালে রাজারহাট উপজেলার ছিনাই এলজিইডি গেট এলাকায় কৃষাণি মরিয়ম বেগম বিউটির জমিতে রজনীগন্ধা ও গ্লাডিওলাস বীজ বপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান, রাজারহাট ইউএনও রাশিদুল হক প্রধান প্রমুখ।
কৃষি বিভাগ জানায়, বিউটি বেগমের জমিতে পর্যায়ক্রমে ডালিয়া, চন্দ্রমল্লিকা ও গাদা ফুলের চাষ করা হবে।
বাসস/সংবাদদাতা/১৮০০/মরপা