কানাডার পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

1002

অটোয়া, ১৭ জুলাই, ২০১৭ (বাসস ডেস্ক): কানাডার পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে এক সপ্তাহের বেশি সময় ধরে বয়ে যাওয়া শক্তিশালী বাতাসে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে কয়েক হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
কানাডা সরকার পরিস্থিতির ভয়াবহতা মোকাবেলায় ৭ জুলাই জরুরি অবস্থা ঘোষণা করেছে।
খবর সিনহুয়া’র।
কানাডার বনমন্ত্রী জন রাসটাড বলেন, বর্তমানে তিন হাজার দমকল কর্মী ও ২০৩টি বিমান দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই প্রচেষ্টায় কানাডা সরকারের ৮ কোটি মার্কিন ডলারের বেশি ব্যয় হয়েছে।
বিশ্লেষকরা জানান, ভয়াবহ দাবানলটি ছড়িয়ে পড়ায় কাঠ উৎপাদনেও প্রভাব পড়েছে। প্রাকৃতিক দুর্যোগটির কারণে কাঠ সরবরাহে বাধার সৃষ্টি হচ্ছে। এছাড়াও কাঠের দাম বেড়ে যাচ্ছে।
ব্রিটিশ কলাম্বিয়ায় মোট ১৭৮টি দাবানল জ্বলছে।