বাসস ক্রীড়া-১৫ : উরুগুয়েকে ৪-৩ গোলে হারাল জাপান

305

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-জাপান-উরুগুয়ে
উরুগুয়েকে ৪-৩ গোলে হারাল জাপান
সাইতামা (জাপান), ১৬ অক্টোবর ২০১৮ (বাসস/এএফপি) : ল্যাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি উরুগুয়েকে পরাজিত করেছে এশিয়া ফুটবলের পাওয়ার হাউজ জাপান। আজ জাপানের সাইতামায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সফরকারী উরুগুয়েকে ৪-৩ গোলে পরাজিত করেছে ব্লু সামুরাইরা।
জাপানের পক্ষে জোড়া গোল করেছেন তাকুমি মিনামিনু। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালিস্টদের বিপক্ষে এ জয়ের ফলে নবনিযুক্ত কোচ হাজিমে মরিয়াসোর অধীনে তিন ম্যাচের সবকটিতেই জয় নিশ্চত করল জাপান।
অপরদিকে ৫ দিনের মধ্যে টানা দুটি হারের মুখে পড়ল দক্ষিণ আমেরিকার ফুটবল দেশটি। এর আগে গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল দলটি।
ম্যাচের দশম মিনিটেই গোল করে জাপানকে এগিয়ে দেন মিনামিনু (১-০)। ২৮তম মিনিটে গোলটি পরিশোধ করে দেন সফরকারী দলের গাসটন পেরেইরো (১-১)। ৩৬তম মিনিটে জাপানের হয়ে ইয়ুয়া ওসাকা গোল করে ফের এগিয়ে দেন জাপানকে। ফলে ২-১ গোলের লীড নিয়ে বিরতীতে যায় স্বাগতিকরা।
বিরতির পর ম্যাচের ৫৭তম মিনিটে এডিনসন কাভানির গোলে আবারো সমতা ফিরে পায় উরুগুয়ে (২-২)। দুই মিনিট পর রিসটু ডুয়ানের গোলে আবারো লীডে ফিরে জাপান (৩-২)। ম্যাচের ৬৬ তম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায়ের মাধ্যমে জাপানকে ৪-২ গোলে পৌছে দেন মিনামিনু। ম্যাচের শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে জোনাথন রড্রিগুয়েজের গোলে ব্যবধান কমাতে সক্ষম হয় উরুগুয়ে (৪-৩)। তবে এরপর আর গোলের দেখা পায়নি তারা। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোচ অস্কার তাবারেজের শিষ্যদের।
এ দিন অনুষ্ঠিত আরেক প্রীতি ম্যাচে পানামার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে দক্ষিন কোরিয়া।
বাসস/এএফপি/এমএইচসি/২০১০/স্বব