বাসস ক্রীড়া-১১ : আমি সব সময় সততা নিয়ে কাজ করি : জয়সুরিয়া

121

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-জয়সুরিয়া-শ্রীলংকা
আমি সব সময় সততা নিয়ে কাজ করি : জয়সুরিয়া
কলম্বো, ১৬ অক্টোবর, ২০১৮ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনা দুর্নীতির অভিযোগের জবাবে শ্রীলংকার সাবেক কিংবদন্তী ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া বলেছেন, তিনি সব সময় সততা ও ন্যায়পরায়নতার মধ্যে নিজেকে পরিচালিত করেন।
শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ৪৯ বছর বয়সি জয়সুরিয়ার বিরুদ্ধে সংস্থাটির বিশ্ব নির্বাহি সংস্থা দুর্নীতি বিরোধী দুটি ধারায় দুর্নীতির অভিযোগ এনেছে। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেট তারকার বিরুদ্ধে ‘টেম্পারিং বা আলামত নষ্ট করার তদন্তে’ অসহযোগিতার অভিযোগ এনেছে আইসিসি।
অভিযোগে বলা হয়, জয়সুরিয়া শ্রীলংকা দল নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় ম্যাচ ফিক্সিং, পিচ ফিক্সিং সহ অন্যান্য দুর্নীতির অভিযোগ তদন্তে যথাযথ সহায়তা করেননি।
জবাবে এ বিবৃতিতে সাবেক এ গ্রেট বলেন, ‘ক্রীড়া সংক্রন্তি বিসয়ে আমি সব সময় স্বচ্ছতা ও সততার সঙ্গে নিজেকে পরিচালিত করি। সেটি অব্যাহত রাখব। ম্যাচ ফিক্সিং, পিচ ফিক্সিং বা অন্য কোন দুর্নীতি সম্পর্কিত অভিযোগ আমার বিরুদ্ধে নেই বলা হয়েছে।
তিনি বলেন, ‘ আমার বিরুদ্ধে তদন্তে সহযোহিতা না করার অভিযোগ আনা হয়েছে।’
আইসিসির এই অভিযোগের জবাব দেয়ার জন্য ১৪দিন সময় দেয়া হয়েছে জয়সুরিয়াকে।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮৪০/স্বব