বাসস ক্রীড়া-৮ : ২০২০ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলছেন গেইল

134

বাসস ক্রীড়া-৮
গেইল-টি-২০
২০২০ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলছেন গেইল
দুবাই, ১৬ অক্টোবর, ২০১৮(বাসস) : অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ২০২০ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সংখিপ্ত ভার্সনের লীগ খেলছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল।
সম্প্রতি ভারত ও বাংলাদেশের বিপক্ষে ক্যারিবিয় দলের আসন্ন টি-২০ সিরিজ থেকে নাম প্রত্যাহার করলেও ইংল্যান্ড সিরিজে খেলবেন বলে নিশ্চিত করেছেন এ তারকা ব্যাটসম্যান।
২০২০ সালের টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ৩৯ বছর বয়সী গেইল বলেন, মেগা ওই ইভেন্টের প্রস্তুতি হিসেবে তিনি বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগে রান পেতে মনোনিবেশ করেছেন।
গেইলের উদৃতি দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, ‘ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অবশ্যই আমাকে পাওয়া যাবে। আগামী বিশ্বকাপে যাতে ভাল করতে পারি তার প্রস্তুতি হিসেবেই এই মুহূর্তে এ ধরনের (ফ্যাঞ্চাইজি ক্রিকেট) রান করছি।’
আাগমী বিশ্বকাপের প্রস্তুতির কথা উল্লেখ করে বর্তমানে আফগানিস্তান প্রিমিয়ার লীগে(এপিএল) খেলা বাঁ-হাতি এ ব্যাটসম্যান বলেন, তাকে কেবলমাত্র সময় বের করতে এবং ফিটনেস নিশ্চিত করতে হবে।
তিনি বলেন,‘আমাকে শুধুমাত্র নিজের সময় ও সুচি বের করতে হবে এবং ফিট থাকাটা নিশ্চিত করতে হবে। এপিএল শেষে আমার সামনে ব্যস্ত সূচি রয়েছে। সামনে টি-১০ ক্রিকেট রয়েছে এবং এরপর বিশ্বকাপের আগে আরো অনেক খেলা আছে।’
আগামী বছর ২০ ফেব্রুয়ারি-২ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।
বাসস/স্বব/১৮০০/এএমটি