বাসস বিদেশ-৬ : অবরোধ আরোপে যুক্তরাষ্ট্রের ‘অশুভ’ প্রচেষ্টার সমালোচনা উ. কোরিয়ার

123

বাসস বিদেশ-৬
উ.কোরিয়া-যুক্তরাষ্ট্র-কূটনীতি
অবরোধ আরোপে যুক্তরাষ্ট্রের ‘অশুভ’ প্রচেষ্টার সমালোচনা উ. কোরিয়ার
সিউল, ১৬ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক): উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মঙ্গলবার পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে অবরোধ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের ‘অশুভ’ তৎপরতার সমালোচনা করেছে। একইসঙ্গে আন্ত:কোরীয় সম্পর্কের অগ্রগতিতে বাধা দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করা হয়েছে। খবর এএফপি’র।
এই অভিযোগ ওয়াশিংটন ও পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ার মধ্যকার আলোচনাকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ট্রাম্প পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উনের সঙ্গে শিগগিরই দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করছেন।
গত জুনে সিঙ্গাপুরে তাদের প্রথম দফার বৈঠকে উভয়ে নিরস্ত্রীকরণ প্রশ্নে একটি প্রতিশ্রুতি পত্র স্বাক্ষর করলেও এক্ষেত্রে তেমন কোন অগ্রগতি হয়নি।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত এক দীর্ঘ মন্তব্য প্রতিবেদনে বলা হয়, এটা নিয়ে ওয়াশিংটন দ্বৈত খেলা খেলছে এবং তা দু’দেশের মধ্যে ব্যতিক্রম কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সুযোগকে ‘একেবারে নস্যাৎ’ করে দিচ্ছে।
এতে আরো বলা হয়, ‘শত্রুতাপূর্ণ নীতি ও সংলাপ একযোগে চলতে পারে না এবং এ অবস্থায় আলোচনায় অগ্রগতি হবে না।’
বাসস/এমএজেড/২-৩০/জুনা