বাজিস-৭ : নওগাঁ মেডিকেল কলেজে ভর্তি শুরু

152

বাজিস-৭
নওগাঁ-মেডিকেল ভর্তি
নওগাঁ মেডিকেল কলেজে ভর্তি শুরু
নওগাঁ, ১৬ অক্টোবর ২০১৮ (বাসস) : চলতি বছর অনুমোদিত নওগাঁ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আনুষ্ঠানিকভাবে মনোনীত ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় এ মেডিকেল কলেজের প্রথম ব্যাচে আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক।
নওগাঁ নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ মেডিক্যেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, বিএমএ’র সভাপতি ডাঃ হাবিবুর রহমান এবং স্বাচিবের- সভাপতি ডাঃ মো. আশেক হোসেন বক্তব্য রাখেন।
উল্লেখ্য, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক সারা দেশে যে নতুন যে ৫টি মেডিকেল কলেজ অনুমোদন দেয়া হয়েছে নওগাঁ মেডিকেল কলেজ এরমধ্যে একটি। চলতি বছর এমবিবিএস প্রথম ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মোট ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছেন এ মেডিকেল কলেজে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৩৫০/নূসী