বাসস দেশ-২৯ : বাংলাদেশ বিশ্ব দক্ষতা ফোরামের সদস্য হয়েছে

617

বাসস দেশ-২৯
বাংলাদেশ-দক্ষতা
বাংলাদেশ বিশ্ব দক্ষতা ফোরামের সদস্য হয়েছে
ঢাকা, ১৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ মর্যাদা সম্পন্ন আন্তর্জাতিক ‘বিশ্ব দক্ষতা’ ফোরামের সদস্য হয়েছে। যুবকদের দক্ষতা উন্নয়নে এ ফোরাম কাজ করছে।
আজ নেদারল্যান্ডের আমস্টারডামে বিশ্ব দক্ষতা সম্মেলন ২০১৮-তে বাংলাদেশকে ৭৯তম দেশ হিসেবে এ স্বীকৃতি দেয়া হয়। বিশ্বের ৭৯তম সদস্য বিশিষ্ট দেশের এ বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান ৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের (এনএসডিসি) এবিএম খোরশেদ আলম এবং পরিচালক মো. রেজাউল করিম ও উপ-পরিচালক কামরুজ্জামান।
বাসস/এসএইচ/এবিএইচ/২৩৫০/বেউ/-এবিএইচ