অস্ট্রেলিয়ায় ব্যাটসম্যানদের কাছ থেকে ভাল কিছু চান কোহলি

361

হায়দারাবাদ, ১৫ অক্টোবর, ২০১৮ (বাসস/এএফপি) : দলের বোলিং লাইনআপ নিয়ে কোন সমস্যা না থাকলেও আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে ব্যাটসম্যানদের কাছ থেকে ঘরের মাঠের ফর্ম প্রত্যাশা করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। গত বেশ কিছু দিন যাবতই দেশ এবং দেশের বাইরে ভারতীয় বোলাররা ভাল করছেন। কিন্তু বিদেশের মাটিতে ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর কোহলি বলেন বোলারদের ভাল কিছু করার জন্য ব্যাটসম্যানদের অবশ্যই জেগে উঠতে হবে, রান করতে হবে।
ম্যাচ শেষে তিনি বলেন,‘পুরো দলের ফিটনেস ও ক্ষুধা দেখে সত্যিই আমি খুশি। বাকি কাজটা ব্যাটসম্যানদের করতে হবে। আমি মনে করি এ ম্যাচটা ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। রজকোট টেস্টের চেয়ে এ ম্যাচের প্রথম ইনিংস অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল।’
ওয়েস্ট ইন্ডিজ দলের পেস আক্রমণে জেসন হোল্ডার ও শ্যানন গাব্রিয়েল ফেরায় রাজকোটের তুলনায় হায়দারাবাদে ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ঋষভ পান্থ ও আজিঙ্কা রাহানে ১৫২ রানের জুটি গড়ার আগে প্রথম ইনিংসে ভারত কিছুটা চাপে ছিল।
কোহলি বলেন, ‘রাহানে সত্যিকারার্থেই ভাল ব্যাটিং করছে, নটিংহামে সে রান পেয়েছে এবং আমরা ম্যাচ জিতেছি। রানের জন্য তিনি ক্ষুধার্ত ছিলেন। পান্থের সঙ্গে তার এমন পার্টনারশীপ আমরা আরো বেশি বেশি দেখতে চাই।’
একই সঙ্গে নিজ মাঠে এ টেস্টে তৃতীয় বোলার হিসেবে ১০ উইকেট শিকার করা উমেষ যাদবেরও প্রশংসা করেন কোহলি।
কোহলি বলেন, ‘আপনি দলে সুযোগ পাওয়া তিন নতুন মুখের দিকে তাকালে (বিহারি, শ এবং পান্থ) দেখবেন তারা সুযোগ কাজে লাগিয়েছে। আমি মনে করি এ সকল বিষয়ই ইতিবাচক। তবে এ টেস্ট থেকে আমি উমেষকে চিহ্নিত করতে চাই।’
সিরিজে প্রথম ম্যাচে অংশ না নেয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ম্যাচের তৃতীয় দিনে বাজে ব্যাটিংয়ের কারণেই এই পরাজয়। তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমরা যে ব্যাটিং করেছি তা ছিল কিছুটা হতাশার। গতকাল লড়াইয়ে ফেরার পর আমি ভেবেছিলাম আমরা নিজেদের মত লড়াই করে ফিরতে পারব। আমরা আজ সামনে এগিয়ে যাবার চেস্টা করেছিলাম। তবে ব্যর্থ করে দেয়ার কৃতিত্ব ভারতীয়দের। তারা দাপটের সঙ্গে খেলেছে এবং আমাদের চেয়ে ভাল করেছে।’
বড়তি পেসারা এই ব্যবধান গড়ে দিয়েছে কিনা প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘এখানে বেশীরভাগ সিমররাই উইকেট পেয়েছেন। উমেশ ১০ উইকেট নিয়েছেন। শ্যাননও সম্ভবত একাধিক উইকেট পেয়েছেন। বাড়তি সিমার এতে কিছুটা সহায়তা করেছে।
প্রত্যাশামত স্পিন সহায়তা এখানে পাওয়া যায়নি। আমাদের নিজেদেরকে আরো বেশী মেলে ধরার প্রয়োজন ছিল। ব্যাট হাতে আরো বেশী সুযোগ নেয়ার চেস্টা করার প্রয়োজন ছিল। ব্যাটিংয়ের মাধ্যমে মাঠে র্দীর্ঘ সময় মানিয়ে নেয়ার দরকার ছিল।’
তবে উইন্ডিজ অধিনায়কের জন্য ভাল একটি ম্যাচ ছিল। যিনি হাফ সেঞ্চুরি করার পাশাপাশি শিকার করেছেন ৫ উইকেট।
ক্যারিবীয় অধিনায়ক বলেন,‘ ব্যক্তিগতভাবে এই মুহুর্তে আমি ভাল অবস্থায় আছি, ভাল ক্রিকেট খেলছি এবং এ জন্য কঠোর পরিশ্রম করছি। আমি টেস্ট ক্রিকেট খেলতে ভালবাসি। এটি আমার প্রিয় ভার্সন।’