বাসস প্রধানমন্ত্রী-২ (প্রথম কিস্তি) : খসড়া সম্প্রচার আইন-২০১৮ মন্ত্রিসভায় অনুমোদন

175

বাসস প্রধানমন্ত্রী-২ (প্রথম কিস্তি)
মন্ত্রিসভা-সম্প্রচার আইন
খসড়া সম্প্রচার আইন-২০১৮ মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা, ১৫ অক্টোবর, ২০১৮ (বাসস) : মন্ত্রিসভা আজ নীতিগতভাবে খসড়া সম্প্রচার আইন-২০১৮ অনুমোদন করেছে। একটি কমিশন গঠনের মাধ্যমে সম্প্রচার কার্যক্রমে শৃঙ্খলা আনাই এই আইনের লক্ষ্য।
আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘প্রধানতঃ এই আইন প্রণয়নের লক্ষ্য হচ্ছে সম্প্রচার শৃঙ্খলা আনা।’
তিনি বলেন, সম্প্রচারের জন্য লাইসেন্সের প্রয়োজন হবে এবং এজন্য একটি কমিশন থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিকৃত মানসিকতা ও দেউলিয়াত্বের কারণে আদালত কর্তৃক সম্প্রচার চালানোর ক্ষেত্রে অযোগ্য ঘোষণা সত্ত্বেও কেউ সম্প্রচার অব্যাহত রাখলে সেই ব্যক্তিকে সাত বছরের কারাদন্ড অথবা পাঁচ কোটি টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে হবে।
শফিউল আলম বলেন, এছাড়া মন্ত্রিসভা নীতিগতভাবে ‘দি মাস মিডিয়া এমপ্লোইজ (সার্ভিস কন্ডিশন) ল’ ২০১৮ অনুমোদন করেছে। এতে টেলিভিশন চ্যানেলসহ সকল গণমাধ্যম কর্মীর জন্য ওয়েজ বোর্ডের নিশ্চয়তার বিধান রাখা হয়েছে।
চলবে-/বাসস/এসএইচ/জেহক/১৮২৫/মমআ/-আরজি