বাসস দেশ-১২ : মানসিক সুস্থতার জন্য প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত : সেমিনারে বক্তারা

361

বাসস দেশ-১২
সেমিনারÑমানসিক স্বাস্থ্য
মানসিক সুস্থতার জন্য প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত : সেমিনারে বক্তারা
ঢাকা, ১৫ অক্টোবর, ২০১৮(বাসস) : শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গের মতো মানুষের মনও অসুস্থ হয়। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করলেও মানসিক অসুস্থতার জন্য অনেকেই চিকিৎসা গ্রহণ করতে চান না। মানসিক সুস্থতার জন্য প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত।
রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ ‘পরিবর্তনশীল বিশ্বে মানসিক স্বাস্থ্য ও তরুণ সমাজ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ডিরেক্টর অব স্টুডেন্টস অফেয়ার্সের সাইকোলজিক্যাল সার্ভিস সেন্টারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ’৭১ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও কাউন্সেলিং মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাহজাবিন হক।
মাহজাবিন হক বলেন, ‘মানসিক সুস্থতার জন্য আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত। কারণ মন সুস্থ না থাকলে শরীর সুস্থ থাকতে পারে না। তাই মানসিক অসুস্থতার জন্য চিকিৎসা প্রয়োজন।’
সেমিনারে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক ড. ফারহানা হেলাল মেহতাব, সাইকোলজিক্যাল সার্ভিস সেন্টারের মনোচিকিৎসক বিলকিস খানম প্রমুখ।
বাসস/সবি/এসএস/১৭১৫/এমকে