বাসস দেশ-২২ : দলীয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি মন্ত্রী শরীফ

192

বাসস দেশ-২২
ভূমি মন্ত্রী-মত বিনিময়
দলীয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে : ভূমি মন্ত্রী শরীফ
পাবনা, ১৪ অক্টোবর ২০১৮ (বাসস) : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করাটাই স্বাভাবিক। কিন্তু যারা দলীয় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
আজ দুপুরে মন্ত্রীর ঈশ^রদী শের শাহ রোডের নিজ বাসভবনে পাবনার সাংবাদিকদের সাথে এক মত বিনিময়কালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।
শামসুর রহমান শরীফ আরো বলেন, মনোনয়ন দেওয়ার এখতিয়ার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের মাধ্যমেই মনোনয়ন প্রার্থী নির্বাচন চূড়ান্ত করা হবে।
ভূমি মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে পরিচ্ছন্ন নির্বাচন হবে। স্বাধীন নির্বাচন কমিশন এই দায়িত্ব পালন করবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের বিষয়ে সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
তিনি বলেন, কয়দিন আগে ১৪ বছর আগের গ্রেনেড হামলার নৃশংস হত্যাকান্ডের বিচারে ১৯ জনের মৃত্যুদন্ড এবং তারেক জিয়া ও হারিছসহ ১৭ জনেরে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। আইনের শাসন ও গণতন্ত্র আজ প্রতষ্ঠিত হয়েছে।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৮০৮/কেকে