ইবিতে ২২৭৫ আসনে ভর্তির বিপরীতে ৪৯ হাজার আবেদন

355

ইসলামী বিশ্ববিদ্যালয়, ১৩ অক্টোবর, ২০১৮ (বাসস): ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক  (সম্মান) শ্রেণীতে ২ হাজার ২৭৫ আসনে ভর্তির বিপরীতে প্রায় ৪৯ হাজার আবেদন জমা পড়েছে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং গতকাল শুক্রবার রাতে তা শেষ হয়েছে। এ সময়ের মধ্যে ৪টি ইউনিটে ভর্তির জন্য মোট ৪৮ হাজার ৭১৯ জন আবেদন করেছেন।
সূত্র আরও জানায়, ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৯৯৬টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ৩৫টি আসনের বিপরীতে ২১ হাজার ২০৮টি, ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৭ হাজার ১৪৭টি, ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে ১৮ হাজার ৩৬৮টি আবেদন জমা পড়েছে। এবছর প্রতি আসনের বিপরীতে ২১জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, আগামী ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক সময়সূচি দ্রুত সময়ের মধ্যে বিশ^বিদ্যালয়ের ওয়েব সাইটে (www.iu.ac.bd) প্রকাশ করা হবে।