নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসকের উদ্যোগ গ্রহণ

307

নওগাঁ, ৫ মে, ২০১৮ (বাসস) : নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসক দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। জেলা প্রশাসক মো. মিজানুরর্ হমান স্থানীয় বেসরকারী সংগঠন আরকো’র সহযোগিতায় নিজেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত গ্রামগুলো ঘুরে ঘুরে দেখেছেন। তাঁদের সাথে কথা বলেছেন। তাঁদের সমস্যাগুলো চিহ্নিত করার প্রচেষ্টা এবং সেগুলো সমাধানের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন দপ্তরকে সম্পৃক্ত করেছেন। কোন কোন সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার সারাদিন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলো পরিদর্শন করেন। তিনি উপজেলার সবচেয়ে অধিক সংখ্যক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস চেরাগপুর ইউনিয়নের চেরাগপুর, আমতলী পাহান পাড়া এবং ঋষিপাড়া গ্রাম পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণ এবং ঋণ প্রদান করে মানুষের কর্মসংস্থান সৃষ্টির সাথে জড়িত সরকারী বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ সাথে ছিলেন।
জেলা প্রশাসকের উদ্যোগের অংশ হিসেবে ঐ দলে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন, মহাদবেপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম হাবিবুল হাসান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যোনাল ব্যাবস্থাপক মিসবাহুর রহমান খান, হেকস সুইজারল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, আরকো’র নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী, চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র, ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্রসহ মহাদেবপুর উপজেলা প্রশাসনের উপজেলা ইঞ্জনিয়ার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা সমবায় অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা বিআরডিবি অফিসারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে চেরাগপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেছেন বর্তমান সরকার নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জনগোষ্ঠীর জন্য অনেক কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে যর সুফল তারা পাচ্ছেন। সরকারের আরও অনেক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারপরও এসব এলাকায় ঘুরে ক্ষুদ্র ন-ৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছেন তাদের যেসব সমস্যগুলো বর্তমান রয়েছে সেগুলো হলো তাদের মাদক সমস্যা, আবাসনের সমস্যা, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন সমস্য, বিশুদ্ধ পানীয়জলের সমস্যা এবং শ্বশানের সমস্যা। তিনি সাথে সাথে মন্দির সংস্কার, আলো সরবরাহ এবং ভিক্ষুকমুক্ত করার মত কয়েকটি উদ্যোগ গ্রহণ করেন। তবে তিনি সকলকে মাদক থেকে দূরে থাকার আহবান জানান।