বৃষ্টির কারণে জাতীয় লিগে দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচই ড্র

475

রাজশাহী, ১১ অক্টোবর, ২০১৮ (বাসস) : শেষ দিনে বৃষ্টির কারণে জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচই আজ ড্র হয়েছে। প্রথম স্তরে রাজশাহী বিভাগ-রংপুর বিভাগ এবং খুলনা বিভাগ-বরিশাল বিভাগের ম্যাচ ড্র হয়। দ্বিতীয় স্তরে ঢাকা বিভাগ-ঢাকা মেট্রো এবং সিলেট বিভাগ-চট্টগ্রাম বিভাগের ম্যাচ ড্র হয়। সিলেট বিভাগ-চট্টগ্রাম বিভাগের ম্যাচটিতে শেষের তিন দিনই বৃষ্টি বাগড়া ঘটায়। খেলা হয়েছে শুধুমাত্র প্রথম দিন। অন্য তিন ম্যাচে বৃষ্টির কারণে শেষদিনই মাঠে কোন খেলা হয়নি।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর বিভাগ বনাম রাজশাহী বিভাগ :
রংপুর বিভাগ : ১৫১ ও ৩১৯/২, ৪৯ ওভার (লিটন ২০৩, মাহমুদুল ৭২*, শফিকুল ১/৬০)।
রাজশাহী বিভাগ : ৫৮৯/৪ ডি, ১৫০ ওভার (শান্ত ১৭৩, মিজানুর ১৬৫, জুনায়েদ ১০০*, সাজেদুল ১/৭৮)।
বরিশাল বিভাগ বনাম খুলনা বিভাগ :
বরিশাল বিভাগ : ২৯৯/১০, ১০২.২ ওভার (নুরুজ্জামান ৭৪, নাফীস ৪১, আল-আমিন ৩/৬৭)।
খুলনা বিভাগ : ৩৪৯/৭, ১১৬.১ ওভার (জিয়াউর ১১২, আফিফ ৮১*, রাব্বি ২/৪৪)।
ঢাকা বিভাগ বনাম ঢাকা মেট্রো :
ঢাকা বিভাগ : ২০৬ ও ৫০/২, ১৪.৫ ওভার (সাইফ ২৭*, মাজিদ ১৮, সানি ১/৮)।
ঢাকা মেট্রো : ৩৮৭/১০, ১৩৯.৩ ওভার (সাদমান ১৮৯, আশরাফুল ৪৯, শাকিল ৪/৮০)।
চট্টগ্রাম বিভাগ বনাম সিলেট বিভাগ :
চট্টগ্রাম বিভাগ : ২৮২/৯, ৮৭ ওভার (সাদিকুর ১০৬, ইয়াসির ৮৪, শাহানুর ৩/৫৮)।