স্থপতিদের দায়িত্ব ও কাজের পরিধি অনেক বেড়েছে : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

228

ঢাকা, ১১ অক্টোবর, ২০১৮ (বাসস) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ঢাকা শহরের বর্তমান পরিস্থিতিতে স্থপতিদের দায়িত্ব ও কাজের পরিধি অনেক বেড়েছে।
তিনি বলেন, ঢাকা শহরের অপরিকল্পিত স্থাপনা তথা ঢাকা শহরকে ঘিরে সৃষ্ট সংকট নিরসনে স্থপতিদেরকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। আমাদের সবার প্রিয় এ ভালোবাসার শহরটিকে বাঁচাতে হবে।
সংস্কৃতিমন্ত্রী আজ বৃহষ্পতিবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ৬ নং গ্যালারিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সমাপনী বর্ষের (সমান্তরাল ১১) শিক্ষার্থীদের আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রদর্শনীটি আজ থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।
আসাদুজ্জামান নূর বলেন, স্থাপত্য একটি অত্যন্ত সৃজনশীল কাজ। এটিকে শিল্পের মর্যাদা দেয়া জরুরি।
তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশসেরা স্থপতিদের দুই বছর পর পর পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে রাষ্ট্রীয় পুরস্কার প্রদানের ক্ষেত্রে স্থপতিদের যাতে অন্তর্ভূক্ত করা হয়, সে প্রচেষ্টা নেয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাসরিন হোসেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ডিন প্রফেসর শামসুল ওয়ারেস, জে. এ. আর্কিটেক্টসের প্রধান স্থপতি জালাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।