সিনিয়র জর্জ বুশের হাসপাতাল ত্যাগ

370

ওয়াশিংটন, ৫ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তার স্ত্রী বারবারার মৃত্যুর পরপরই রক্তে সংক্রমণজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের একদিন পর ৯৩ বছর বয়সী বুশকে ২২ এপ্রিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
শুক্রবার রাতে এক বিবৃতিতে বলা হয়, তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
ওই বিবৃতিতে পারিবারিক মুখপাত্র জিম ম্যাকগ্রাথ বলেন, ‘রক্ত সংক্রমণের চিকিৎসার পর প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশকে মেথোডিস্ট হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তার চিকিৎসকরা জানান, তিনি সুস্থ হয়ে ওঠায় এবং ভালবোধ করায় বাসায় ফিরে গেছেন।’