হবিগঞ্জে পূজা মন্ডপে ৪০ টন কেজি চাল বিতরণ

265

হবিগঞ্জ, ১১ অক্টোবর, ২০১৮ (বাসস) : হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌরসভা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮৭টি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে ৪০টন ৩ হাজার ৫০০ কেজি চাউল বিতরণ করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এই চাল বিতরণ করেন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় এমপি আবু জাহির তার ব্যক্তিগত তহবিল থেকে ৮৭টি মন্ডপে আরো ৫ হাজার করে মোট ৪ লাখ ৩৫ হাজার নগদ টাকা বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা খাতুনের সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানের পরিচালনায় চাল এবং অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার অসম্প্রদায়িক রাজনীতিতে বিশ^াসী। এ সরকারের আমলে সকল ধর্মের মানুষই নির্বিঘেœ ধর্মীয় উৎসব পালনের সুযোগ পায়।