চাঁদপুরে নৌযান চলাচল বন্ধ

257

চাঁদপুর, ১১ অক্টোবর, ২০১৮ (বাসস) : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূণিঝড় ‘তিতলি’র প্রভাবের কারণে চাঁদপুর লঞ্চঘাট থেকে সকল ধরনের নৌ-চলাচল বন্ধ রয়েছে। চাঁদপুর নৌ-বন্দর এলাকাকে ৪ নম্বর নৌ-সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলে গতকাল বুধবার দুপুর থেকে চাঁদপুর থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতবিার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ র্পযবেক্ষক মো. শামছুল হক জানান, সারাদেশে উপকূলীয় অঞ্চলের ন্যায় চাঁদপুর নৌ-এলাকায় ৪ নম্বর নৌ সতর্ক সংকতে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি বহাল থাকবে।
দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোড় হয়ে পুরনো লঞ্চঘাট ও মাদ্রাসা রোড বিকল্প লঞ্চঘাটে গিয়ে দেখা যায় নৌ-টার্মিনাল পুরো ফাঁকা, টার্মিনালে যানবাহন খুবই কম। আর যাত্রীবাহী লঞ্চগুলো পুরনো লঞ্চঘাটে নিরাপদ অবস্থানে রাখা হয়েছে। লঞ্চঘাটের অদূরে বহুসংখ্যক লাইটার জাহাজও নোঙ্গর করে রাখা হয়েছে।
তবে স্থানীয় ছোট খাট নৌ-যান যাত্রী পারাপারে চলতে দখো গেছে।