কুড়িল দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প

291

ভ্লাদিভস্তক (রাশিয়া), ১১ অক্টোবর, ২০১৮ (বাসস ডেস্ক) : কুড়িল দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৭। রাশিয়া বিজ্ঞান একাডেমির (আরএএস) এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৪৯.২ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ১৫৬.৮ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ৭৪ কিলোমিটার গভীরে। আর এটির অবস্থান হচ্ছে জনবিরল ওনেকোটান দ্বীপের প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে।
স্থানীয় সময় ১০টা ১৬ মিনিট (গ্রিনিচ মান সময় ১২১৬ টা) ভূমিকম্পটি আঘাত হানে। সেখানে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।