ভক্তদের আস্থা ফেরাতে চান স্মিথ

703
83191614

সিডনি, ৪ মে, ২০১৮ (বাসস) : বল টেম্পারিং-এর দায়ে নিজ দেশের ক্রিকেট বোর্ড কর্তৃক ১ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। একই অভিযোগে তৎকালীন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও ১ বছর ও তরুন ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। তাদের এমন কু-কীর্তিতে মন ভেঙ্গেছে ক্রিকেটপ্রেমিদের। তবে সবার আস্থা ফেরাতে পণ করেছেন স্মিথ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে প্রেমিকা ড্যানি উইলিসের সাথে ছবি দিয়ে একটি পোস্টে স্মিথ বলেন, ‘পুনরায় সবার আস্থা ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।’
গত মার্চে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিং করেন ব্যানক্রফট। পরবর্তীতে এ কেলেঙ্কারীর দায় স্বীকার করেন দলের দুই সিনিয়র খেলোয়াড় স্মিথ ও ওয়ার্নার। এমনকি সংবাদ সম্মেলনে ক্ষমাও চেয়েছেন স্মিথসহ অন্য দুই খেলোয়াড়। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া ঠিকই বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে স্মিথ-ওয়ার্নার ও ব্যানক্রফটকে।
এমন নিষেধাজ্ঞায় ভেঙ্গে পড়া স্মিথ আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পরিবার নিয়ে বেড়াতে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন সেখানে কাটানোর পর সদ্যই দেশে ফিরেছেন স্মিথ। নিজ ঘরে ফিরেই ভক্তদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন অসিদের সাবেক দলপতি। পুরো পোস্টেই ছিলো স্মিথের আবেগি বার্তা।
স্মিথ লিখেনন, ‘অস্ট্রেলিয়ায় বাড়িতে ফিরতে পেরে খুবই ভাল লাগছে। আবার সব কিছুর মধ্যে ফিরতে বেশি দুরে নেই। সব কিছুতে ফেরার সময় এসে গেছে। জীবনের এই কঠিন সময়ে সমগ্র বিশ্ব থেকে যে পরিমাণ ই-মেইল, চিঠি আমি পেয়েছি সেটি সত্যিই অসাধারণ। সবার বিশ্বাস ফিরিয়ে আনার জন্য আমাকে এখন অনেক কিছু করতে হবে। এই সময়ে বাবা, মা ও ড্যানি যে ভাবে আমার পাশে থেকেছে তার জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। বিশ্বে সব থেকে গুরুত্বপূর্ণ পরিবার। তবুও ধন্যবাদ তোমাদের ভালবাসা এবং পাশে থাকার জন্য।’
এদিকে, গতকালই অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার। বল টেম্পারিং-এর পর পদত্যাগ করেন কোচ ড্যারেন লেহম্যান। তার স্থলে দলের দায়িত্ব পেলেন ল্যাঙ্গার।
কোচের দায়িত্ব নিয়েই তিন নিষিদ্ধ খেলোয়াড় সর্ম্পকে ইতিবাচক কথা বললেন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘নিষিদ্ধ তিন ক্রিকেটার- স্মিথ-ওয়ার্নার ও ব্যানক্রফটের জন্য আমার দরজা খোলা রয়েছে।’