রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে চারজন নিহত

672

রাঙ্গামাটি, ৪ মে, ২০১৮ (বাসস) : জেলায় সন্ত্রাসীদের গুলিতে চারজন নিহত ও আরো অন্তত নয়জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
পুলিশ জানায়,নিহতদের মধ্যে সম্প্রতি নতুনভাবে গঠিত গণতান্ত্রিক ইউপিডিএফ এর প্রধান তপন জ্যোতি চাকমা বর্মার লাশও রয়েছে। নিহত অপর তিনজন হলো- মহালছড়ি যুব সমিতির সুজন চাকমা, তুজিম চাকমা ও ড্রাইভার রাসেল। হতাহতদের খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে।
শুক্রবার দুপুরে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ি কেংগালছড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, হতাহতদের দেখতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন।
উল্লেখ্য বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরে নিজ কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা। এসময় তাকে বহনকারি মোটরসাইকেল চালক রূপম চাকমাও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।