বাসস দেশ-২৩ : রেলওয়েতে দুর্ঘটনা মোকাবেলায় ২টি করে মিটারগেজ ও ব্রডগেজ রিলিফ ক্রেন সংগ্রহের কাজ চলছে

368

বাসস দেশ-২৩
রেলপথ-সংসদীয়-কমিটি
রেলওয়েতে দুর্ঘটনা মোকাবেলায় ২টি করে মিটারগেজ ও ব্রডগেজ রিলিফ ক্রেন সংগ্রহের কাজ চলছে
ঢাকা, ৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : রেলওয়েতে দুর্ঘটনাত্তোর দুর্যোগ মোকাবেলার জন্য ২টি মিটারগেজ ও ২টি ব্রডগেজ রিলিফ ক্রেন সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে।
‘লোকোমোটিভ, রিলিফ ক্রেন ও লোকো সিমুলেটর সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কাজ চলছে।
এছাড়া ভবিষ্যতে দুর্ঘটনাত্তোর দুর্যোগ মোকাবেলায় মাল্টিপারপাস হেভি ক্রেন সংগ্রহের বিষয়টি রেলওয়ের বিবেচনাধীন রয়েছে।
দশম জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫০তম বৈঠকে এই তথ্য জানানো হয়েছে।
আজ মঙ্গলবার কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী ও ফাতেমা জোহরা রাণী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ঢাকা শহরের চারিদিকে সার্কুলার ট্রেন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এবং দুরপাল্লায় (আন্তঃনগর) অধিক যাত্রী পরিবহনে সক্ষম দ্বিতল ট্রেন চালু করার সুপারিশ করে সংসদীয় কমিটি।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম থেকে ৪৮তম বৈঠকের সুপারিশ সমূহের মূল্যায়ন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণকৃত রেলওয়ের অর্গানোগ্রাম (জনবল কাঠামো) সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।
এতে আরো উল্লেখ করা হয়, রেলওয়েতে অল্প দূরত্বে যাতায়াতকারী যাত্রীদের জন্য প্রিপেইড কার্ড সিস্টেম চালু করার জন্য ছয় মাসের পাইলট প্রজেক্ট হাতে নেয়া হয়েছিল যা ইতোমধ্যেই শেষ হয়েছে। পর্যায়ক্রমে রেলওয়েকে আধুনিকায়ন করার লক্ষ্যে ভবিষ্যতে বৃহৎ পরিসরে প্রিপ্রেইড কার্ড সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএন/১৯৪৫/এইচএন