বাসস ক্রীড়া-১৩ : সাদমানের সেঞ্চুরিতে লিড নিলো ঢাকা মেট্রো

325

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-জাতীয় লিগ
সাদমানের সেঞ্চুরিতে লিড নিলো ঢাকা মেট্রো
ফতুল্লা, ৯ অক্টোবর ২০১৮ (বাসস) : ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে লিড নিলো ঢাকা মেট্রো। সাদমানের অপরাজিত ১৮৬ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩১২ রান তুলেছে ঢাকা মেট্রো। ৬ উইকেট হাতে নিয়ে ১০৬ রানে এগিয়ে ঢাকা মেট্রো।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম দিনই ঢাকা বিভাগকে ২০৬ রানে গুটিয়ে দেয় ঢাকা মেট্রো। বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি ৭ উইকেট শিকার করেন। দিন শেষে বিনা উইকেটে ২৬ রান তুলতে পারে ঢাকা মেট্রো।
দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমে ঢাকা বিভাগের বোলারদের বিপক্ষে একাই লড়েছেন ঢাকা মেট্রোর সাদমান। ২১টি চার ও ১টি ছক্কায় ৩১৩ বলে ১৮৬ রানে অপরাজিত আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান আসে মোহাম্মদ আশরাফুলের ব্যাট থেকে। অ্যাশের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা ছিলো। ৩৭ রান নিয়ে সাদমানের সাথে অপরাজিত আছেন মেহরাব হোসেন জুনিয়র। ঢাকা বিভাগের শাহদাত হোসেন ২টি উইকেট নেন।
দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে কক্সবাজারে লড়ছে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ। কিন্তু বৃষ্টির কারনে দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি। প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে ওপেনার সাদিকুর রহমানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮২ রান করে চট্টগ্রাম বিভাগ। সাদিকুর ১০৬ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা বিভাগ বনাম ঢাকা মেট্রো :
ঢাকা বিভাগ : ২০৬/১০, ৭৫ ওভার (তাইবুর ৮৮, রনি ৩০, সানি ৭/৫৭)।
ঢাকা মেট্রো : ৩১২/৪, ১০২ ওভার (১৮৬*, আশরাফুল ৪৯, শাহাদাত ২/৫৪)।
চট্টগ্রাম বিভাগ বনাম সিলেট বিভাগ :
চট্টগ্রাম বিভাগ : ২৮২/৯, ৮৭ ওভার (সাদিকুর ১০৬, ইয়াসির ৮৪, শাহানুর ৩/৫৮)।
বাসস/এএমটি/১৯৪০/স্বব