বাসস ক্রীড়া-১২ : সানির বিধ্বংসী বোলিং; সাদিকের প্রথম সেঞ্চুরি

324

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-জাতীয় লিগ
সানির বিধ্বংসী বোলিং; সাদিকের প্রথম সেঞ্চুরি
ফতুল্লা, ৯ অক্টোবর ২০১৮ (বাসস) : ঢাকা মেট্রোর বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বিধ্বংসী বোলিং-এ জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচের প্রথম দিনই ২০৬ রানে অলআউট হয়েছে ঢাকা বিভাগ। দিন শেষে প্রথম ইনিংসে জবাব দিতে নেমে বিনা উইকেটে ২৬ রান তুলেছে ঢাকা মেট্রো। আরেক ম্যাচে সাদিকুর রহমানের সেঞ্চুরিতে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৮২ রান করেছে চট্টগ্রাম বিভাগ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ঢাকা মেট্রো। বল হাতে বিধ্বংসী রুপ দেখিয়েছেন মেট্রোর সানি। ২৪ ওভারে ৫৭ রানে ৭ উইকেট শিকার করেছেন তিনি। ঢাকা বিভাগের তাইবুর রহমান ছাড়া আর কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে ২০৬ রানে গুটিয়ে যায় ঢাকা বিভাগ। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৮টি চারে ১২২ বলে ৮৮ রান করেন তাইবুর। এছাড়া আগের ম্যাচে এক ইনিংসে ২২৮ রান ওপেনার রনি তালুকদার ৩০ ও মোশাররফ হোসেন ২৭ রান করেন।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ। টস জিতে প্রথমে ব্যাট হাতে নামে চট্টগ্রাম বিভাগ। ওপেনার সাদিকুর ও চার নম্বরে নামা ইয়াসির আলী ব্যাট হাতে উজ্জল ছিলেন। তৃতীয় উইকেট জুটিতে ১৩৭ রান যোগ করেন তারা। ইয়াসির ৮৪ রানে থামলেও প্রথম শ্রেনির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়েছেন সাদিক। নিজের পঞ্চম ম্যাচে তিন অংকে পা দেন তিনি। তবে সেঞ্চুরির পর নিজের ইনিংসটা বড় করতে ব্যর্থ হয়েছেন সাদিকুর। ৯টি চারে ১৯০ বল মোকাবেলা করে ১০৬ রান করে আউট হন সাদিক। ফলে দিন শেষে ৯ উইকেটে ২৮২ রান করতে পারে চট্টগ্রাম বিভাগ। সিলেটের শাহানুর রহমান ৫৮ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা বিভাগ বনাম ঢাকা মেট্রো :
ঢাকা বিভাগ : ২০৬/১০, ৭৫ ওভার (তাইবুর ৮৮, রনি ৩০, সানি ৭/৫৭)।
ঢাকা মেট্রো : ২৬/০, ১৩ ওভার (সৈকত ২১*, সাদমান ৪*)।
চট্টগ্রাম বিভাগ বনাম সিলেট বিভাগ :
চট্টগ্রাম বিভাগ : ২৮২/৯, ৮৭ ওভার (সাদিকুর ১০৬, ইয়াসির ৮৪, শাহানুর ৩/৫৮)।
বাসস/এএমটি/১৯৩০/স্বব