বাজিস-১৩ : নাটোরে আশ্রয়ণ প্রকল্পের বাড়ীর চাবি হস্তান্তর

108

বাজিস-১৩
নাটোর-চাবি-হস্তান্তর
নাটোরে আশ্রয়ণ প্রকল্পের বাড়ীর চাবি হস্তান্তর
নাটোর, ৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : নাটোরে আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে নির্মিত বাড়ী উদ্বোধন শেষে চাবি হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লক্ষীপুর এলাকায় সুবিধাভোগী শাহারা খাতুনের কাছে চাবি হস্তান্তর করেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বানু। উদ্বোধন শেষে বাড়ীর আঙ্গিনায় এক স্বতস্ফুর্ত সমাবেশে সংসদ সদস্য শিমুল তৃণমুল পর্যায়ে সাধারণ মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট প্রত্যাশা করেন।
আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নাটোর সদর উপজেলায় ৪০০ জনসহ জেলায় মোট এক হাজার ৬২০ জন অসহায় মানুষকে-যাদের জমি আছে বাড়ী নেই এমন ব্যক্তিদের এক লাখ টাকা ব্যয়ে টিনের চারচালা ঘর ও স্বাস্থ্য সম্মত পায়খানা নির্মাণ করে দেওয়া হচ্ছে।
বাসস/সংবাদদাতা/১৭১০/মরপা