বাজিস-১২ : শরীয়তপুরের ডামুড্যায় সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারপত্র বিলি

131

বাজিস-১২
শরীয়তপুর-প্রচারপত্র
শরীয়তপুরের ডামুড্যায় সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারপত্র বিলি
শরীয়তপুর, ৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : বর্তমান সরকারের সার্বিক উন্নয়নমূলক কাজের চিত্র সাধারণ জনগণকে জানাতে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের পক্ষে সাধারণ শিক্ষার্থীরা ডামুড্যায় প্রচারপত্র বিলি করতে নেমেছেন। মঙ্গলবার সকাল ১০টায় ডামুড্যা বাজার থেকে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারপত্র বিলির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে সরকারের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচারপত্র বিলি করছে। এই কার্যক্রমের সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দিয়েছেন।
সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারপত্র বিলি বিষয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক পানিসম্পদমন্ত্রী মরহুম আব্দুর রাজ্জাকের সুযোগ্য সন্তান নাহিম রাজ্জাক এমপি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়নমূলক কাজের ব্যাপক প্রচারের জন্যই এই কার্যক্রম।
বাসস/সংবাদদাতা/১৭০৫/মরপা