বাজিস-৪ : ঝিনাইদহে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন

157

বাজিস-৪
ঝিনাইদহ-মানববন্ধন
ঝিনাইদহে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ, ৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : ‘তামাক ব্যবসার সম্প্রসারণ নয়, চাই নিয়ন্ত্রণ’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মডার্ন মোড়ে কর্মসূচির আয়োজন করে এইড ফাউন্ডেশন ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, এইডের পরিচালক তন্ময় কুন্ডু, তাবিনাজ-এর নাসরিন সুলতানা, দোয়া বখসসহ অন্যান্যরা।
এসময় বক্তারা, তামাক নিয়ন্ত্রণে বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের কর বৃদ্ধিসহ এর কুফল সম্পর্কে জনগনকে সচেতন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাসস/সংবাদদাতা/আহো/১৩২৫/নূসী