বাজিস-৩ : নীলফামারীর কিশোরগঞ্জে ১০ বছরে এলজিইডির ১৩৬ কোটি ২৩ লাখ টাকার উন্নয়ন

182

বাজিস-৩
নীলফামারী-উন্নয়ন
নীলফামারীর কিশোরগঞ্জে ১০ বছরে এলজিইডির ১৩৬ কোটি ২৩ লাখ টাকার উন্নয়ন
নীলফামারী, ৯ অক্টোবর, ২০১৮ (বাসস) : জেলার কিশোরগঞ্জ উপজেলায় সরকারের ১০ বছরে এলজিইডির আওতায় ১৩৬ কোটি ২৩ লাখ টাকার উন্নয়ন হয়েছে। বিভিন্ন অবকাঠামোসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পাল্টে গেছে গোটা উপজেলার চিত্র।
সূত্র মতে, বর্তমান সরকারের ১০ বছরে উপজেলাটিতে ১৩৬ কোটি ২৩ লাখ টাকার উন্নয়ন কাজ করেছে এলজিইডি। এর মধ্যে ৩৭ কোটি টাকা ব্যয়ে ৫৮ কিলোমিটার সড়কের উন্নয়ন, ২৬ কোটি টাকা ব্যয়ে ৬৩২ মিটার সেতু নির্মাণ, ৫ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ২০৩ মিটার ছোট কালভার্ট নির্মাণ, ৪ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৪টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৬টি গ্রোথ সেন্টার নির্মাণ, ৪০ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১৩৯ টি স্কুল ভবন নির্মাণ, ৪ কোটি টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, ১২ কোটি টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন ও ৮ লাখ টাকা ব্যয়ে দুজন অসচ্ছল মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী এসএম কেরামত আলী বলেন, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। দীর্ঘদিনের সমস্যা উপজেলার নিতাই ইউনিয়নের মুশরত পানিয়াল পুকুর বেলতলির ঘাটে চাঁড়ালকাটা নদীর ওপর প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার র্দীঘ সেতু নির্মাণ হয়েছে। ফলে কিশোরগঞ্জ উপজেলার সাথে জেলা শহরে যাতায়াত সহজ হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব ও শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে কিশোরগঞ্জে একটি স্কুল ও একটি কলেজ জাতীয়করন হয়েছে। উন্নয়ননের পাশাপাশি উপজেলাটি ভিক্ষুকমুক্ত হয়েছে বর্তমান সরকারের আমলেই। এক সময়ের মঙ্গার এলাকায় মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১৪০/নূসী