বাজিস-১ : পিরোজপুরে নির্মিত হচ্ছে ৬ তলা থানা ভবন

159

বাজিস-১
পিরোজপুর-থানা ভবন
পিরোজপুরে নির্মিত হচ্ছে ৬ তলা থানা ভবন
পিরোজপুর ৯ অক্টোবর ২০১৮(বাসস) : জেলার ভান্ডারিয়া থানা ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৬তলা ভিত্তির এ নির্মাণাধীন ভবনের ৪ তলা পর্যন্ত কাজ শেষ হবে ২০১৯-২০২০ অর্থ বছরে। পরবর্তীতে প্রয়োজনে এ ভবনের উর্ধমুখী সম্প্রসারণ করা যাবে। এ ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি টাকা। সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এ থানা ভবন নির্মাণ করছে। ৭ হাজার ২ শত বর্গফুটের এ ভবনে সেবা নিতে আসা মানুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকবে। নির্মাণাধীন এ থানা ভবনে কর্মরত কর্মকর্তা ও কনেষ্টবলদের আবাসিক সুবিধার ও সুব্যবস্থা করা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তরের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আবু আলম জানান নির্মাণ কাজের এবং নির্মাণ সামগ্রীর মানের সাথে কোন ধরনের আপোস করা হবে না।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১০৫/নূসী