গ্রেনেড হামলার রায় নিয়ে কোন নৈরাজ্য সহ্য করা হবে না : আসাদুজ্জামান

700

ঢাকা, ৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে সামনে রেখে যে কোন ধরনের নৈরাজ্য মোকাবেলা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
আগামী ১০ অক্টোবর ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ নির্ধারণ করা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আজ বাসসকে জানান, ‘২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের সমাবেশের ওপর গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোন ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না।’
‘এ মামলার রায়কে সামনে রেখে কোন ধরনের নাশকতার সম্ভাবনা রয়েছে কিনা’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কোন সম্ভাবনা নেই। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষনিকভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে এবং বর্তমান চলমান পরিস্থিতিকে সামনে রেখে পরিকল্পনা করছে।’
তিনি বলেন, ‘আগামী ১০ অক্টোবর কতিপয় চিহ্নিত দুর্বৃত্তের বিরুদ্ধে মামলার রায় দেওয়া হবে। তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের মত মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের একটি সমাবেশের ওপর ঘৃন্য গ্রেনেড হামলা চালিয়ে দলটিকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওই অপরাধীদের বাঁচাতে কেউই রাস্তায় আসবে না।’
স্বারাষ্টমন্ত্রী আরো বলেন, এ মামলার রায়ের মাধ্যমে জাতি আরো একটি কলঙ্কমুক্ত হবে।
এই মামলার রায়ের আগে ঢাকা মেট্টোপলিট্রন পুলিশ (ডিএমপি)’র প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বাসসকে জানান, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে সামনে রেখে কাউকে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না।’
তিনি বলেন, ‘নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, আদালত এলাকা, সরকারী অফিস সমুহে এবং রাজধানীর সর্বত্র যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলা করতে নিশ্চিদ্র নিরাপত্তা গ্রহন করা হবে।’
মামলার রায়কে কেন্দ্র করে কোন ধরনের নাশকতার গোয়েন্দা রিপোর্ট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যতদূর সম্ভব এ মামলার রায়কে কেন্দ্র করে কোন নাশকতার গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। তবে সম্ভাব্য যে কোন ধরনের পরিস্থিতি বিবেচনা করেই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)’র গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাসসকে জানান, ‘আমরা এ মামলার রায়কে সামনে রেখে যে কোন ধরনের নৈরাজ্য মোকাবেলা করতে বাহিনীর সকল ব্যাটেলিয়নকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’
তিনি বলেন, ‘এ মামলার রায়কে সামনে রেখে কেউ যাতে কোন ধরনের অন্তর্ঘাতমূলক কাজ করতে না পারে, সেজন্য আদালত এলাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’ মামলার রায়ের আগে কোন ধরনের নাশকতার গোয়েন্দা তথ্য রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি।’