বাসস দেশ-১০ : বিভিন্ন আঙ্গিকে পণ্য উপস্থাপনে গ্রাফিক ডিজাইনের বিকল্প নেই : উপাচার্য

126

বাসস দেশ-১০
ঢাবি-শিল্পকর্ম
বিভিন্ন আঙ্গিকে পণ্য উপস্থাপনে গ্রাফিক ডিজাইনের বিকল্প নেই : উপাচার্য
ঢাকা, ৮ অক্টোবর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, একই পণ্য বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে গ্রাফিক ডিজাইনের বিকল্প নেই। সবকিছুতেই গ্রাফিক ডিজাইনের প্রয়োজনীয়তা রয়েছে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক ‘চিত্রকলা প্রদর্শনী-২০১৮’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, শিল্প ও সৃজনশীলতার সমন্বয় জরুরী। পণ্য বাজারজাতকরণে এই দুইয়ের মধ্যে যোগসুত্র এবং সম্পর্ক স্থাপন করতে হবে।
বিভাগের চেয়ারম্যান রেজা আসাদ আল হুদা অনুপমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পী ও সাবেক শিক্ষক অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং বিভাগের প্রতিষ্ঠাতা শিল্পী কামরুল হাসানের কন্যা সুমনা হাসান।
উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী উপলক্ষে শিল্পকর্মের স্বীকৃতিস্বরূপ ১১ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
বাসস/সবি/এসএস/১৮০৫/কেকে